কথিত যুবলীগ নেতা সৈয়দ মিলন ওরফে (মুরগী মিলনের নামে) রয়েছে আরো বেশ কিছু মামলা।

Loading

সৈয়দ রুবেল ঝালকাঠি :অনুসন্ধানে জানাগেছে, ২০১৮ সালের তৎকালিন শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে ঝালকাঠি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি করার মামলায় মিলনকে দৃশ্যত গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে তিনদিনের রিমান্ডে এনেছিলো পুলিশ।শহরের ইয়াছিন নামের এক সাবেক ছাত্রদল নেতা ডিপো ম্যানেজারের কাছে শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। ফোনের অপর প্রান্তে শিল্পমন্ত্রী সাজিয়ে একজনকে মোবাইল ফোন ধরিয়ে দেয়া হয় ডিপো
ম্যানেজারকে দিতে বলা হয় টাকা। ওই মামলায় মিলনের সম্পৃক্তার অভিযোগে মিলনকে গ্রেফতার করা হয়।

২০১২ সালে শহরের মধ্যচাঁদকাঠি এলাকার মাহাবুব হোসেনের বাড়ি দখল নিতে গিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মাহাবুব হোসেনসহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে মিলন ও তার সন্ত্রাসী বাহিনী। ভাংচুর করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর।

আর সে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক রতন আচায্যের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে দেয় মিলনের সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনায় মাহাবুব হোসেন বাদী হয়ে একাটি হত্যা চেষ্টা, লুটসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মামলা দায়ের করেন।