তালতলীতে ২০ হাজার টাকার মোবাইল চোর ধৃত ৫হাজার টাকা জরিমানায় ছাড়

Loading

মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে ২০ হাজার টাকার মোবাইল চুরি হওয়ার ৪মাস পর পুলিশ চোরকে আটক করে থানায় আনে। অজ্ঞাত কারনে মাত্র ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার লাউপাড়া গ্রামের মো. ইউনুস আলী খানের স্ত্রী নুপুর বেগমের ব্যবহৃত স্যামসাং জে ওয়ান মোবাইলটি গত ৪মাস আগে ঘরের জানালার ফাক দিয়ে চুরি হয়ে যায়। পরক্ষনে নুপুর বেগম বাদী হয়ে ওই মোবাইলের আইমি নং দিয়ে তালতলী থানায় একটি সাধারন ডায়রী করা হয়। পুলিশ ট্রাকিংয়ের মাধ্যমে পার্শ্ববর্তী চুন্নু মৃধার ছেলে সজিব (২০)কে সনাক্ত করলে টের পেয়ে সে এলাকা থেকে পালিয়ে যায়।

শনিবার রাতে সজিব বাড়ী আসলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার ৫হাজার টাকা জরিমানা করে সজিবকে ছেড়ে দেয়া হয়।

চুরি হওয়া মোবাইলের মালিক নুপুর বেগম জানান, মোবাইল চোরকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে উপজেলা চেয়ারম্যানের সুপারিশে ৫ হাজার টাকা জরিমানা করে।

তালতলী থানার তদন্তকারী কারী কর্মকর্তা এএসআই আবুল কালাম আজাদ জানান, নুপুর বেগম মোবাইলের আইমি নং দিয়ে তালতলী জিডি করলে সজিবকে সনাক্ত করা হলে সে বেশ কিছু দিন পালিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সজিবের বাড়ী থেকে তাকে আটক করা হয়।