ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার সাভার শাখার ISO সনদ অর্জন

জাহিন সিংহ, সাভার : ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার সাভার শাখা আইএসও সনদ অর্জন করেছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অগানাইজেশন (ISO) প্যাথলজিক্যাল, রেডিওলজিইমেজিং ও কনসালটেশন সার্ভিসের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইবনে সিনা সাভার শাখাকে আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করে।

যার মেয়াদ আগামী ২০২২ সন পর্যন্ত থাকবে। এ উপলক্ষে ইবনে সিনা সাভার শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মো. ফয়েজউল্যাহ, বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের জিএম এন্ড সেক্রেটারি মো. নুরুল করিম।

এছাড়া অন্যান্যের মধ্যে ইবনে সিনা সাভার শাখার ইনচার্জ মো. মোস্তফা মাহমুদ, অ্যাসিস্ট্যন্ট ম্যানেজার আব্দুর রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।