প্রচ্ছদছবিকরোনয় মারা গেলেন হোমনার সিনিয়র স্টাফ নার্স’র স্বামী স্টাফ নার্স জহিরুল ইসলাম
করোনয় মারা গেলেন হোমনার সিনিয়র স্টাফ নার্স’র স্বামী স্টাফ নার্স জহিরুল ইসলাম
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোঃজহিরুল ইসলাম (৪৫) মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাগেছে মরহুম জহিরুল ইসলামের স্ত্রী নাছিমা আক্তার কুমিল্লা জেলা হোমনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।
মরহুমের স্ত্রী নাছিমা আক্তার বলেন, তার স্বামী করোনায় আক্রন্ত হওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়।
দীর্ঘদিন চিকিৎসার পর আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ দিকে তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তাদের সহকর্মী জহিরুল ইসলামের অকাল মৃত্যুতে দুই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।