জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশম বারের মতো প্রজাপতি মেলা অনুষ্ঠিত ( ভিডিও )

নিজস্ব প্রতিবেদক ঃ উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই শ্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা।শুক্রবার সকালে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।

প্রতি বছরের ন্যায় এবারের মেলায় ছিলো বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

এবার প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এ বাশারকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০১৯’ ও সবুজবাগ সরকারি কলেজের শিক্ষার্থী অরুণাভ ব্ররুণোকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় । এছাড়া মেলায় বসেছে বিভিন্ন প্রজাপতির উপর স্টল।

প্রজাপতি সংরক্ষণে মানুষকে সচেতনার জন্য এই মেলার আয়োজন বলে জানিয়েছেন মেলার আহবায়ক অধ্যাপক মনোয়ার হোসেন।