বেনাপোল পাঁচভুলোট গ্রাম থেকে গাঁজাসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পাঁচভুলোট সীমান্ত থেকে ভারতীয় ১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান (৩০) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার(২৫/০৭/১৯)তারিখ সকালে হাবিবুর রহমানকে বিজিবি সদস্যরা আটক করে।আটক মাদক বহনকারী হাবিবুর রহমান শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের ইয়ার আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বলেন, অগ্রভুলাট বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট গ্রামের এক ঘেরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক বহনকারী হাবিবুর রহমানকে আটক করে। তিনি আরো বলেন, আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।