আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও অশ্লীল কার্যকলাপ এড়াতে এবং অনুমোদনহীনভাবে বিনোদন পার্ক পরিচালনা করায় ঠাকুরগাঁও শহরের তিনটি বিনোদন পার্ক বন্ধের নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের কল্পনা পার্ক, চিটাগাং পার্ক ও স্বপ্নজগৎ নামে তিনটি বিনোদন পার্ক পরিদর্শন করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পার্কগুলো বন্ধের নির্দেশনা দেন।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, বিনোদন পার্কগুলোর অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে, অনুমোদন না থাকায় দ্রুত অনুমোদন নিতে ও নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা এড়াতে সদরের তিনটি বিনোদন পার্কের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি পার্কগুলো তাদের কার্যক্রম চালু রাখে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পার্কগুলো পরিদর্শনকালে ঠাকুরগাঁও সদর থানার আইন-শৃঙাখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।