শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বিভিন্ন সুবিধা ভাতাভোগীদের মাঝে অর্থ বিতরণ ।

শামশুজ্জোহা বিদ্যুৎ  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বিভিন্ন সুবিধা ভাতাভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে দূর্লভপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও দূর্লভপুর ইউনিয়নের ব্যবস্থাপনায় ভাতাভোগী ৬ হাজার ৯২০ জনের মাঝে ১৪ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৬’শ টাকা বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিলেন শিবগঞ্জ পৌর মেয়র মোঃ কারীবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম।
এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বজলার রশিদ সনু, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজিব রাজু, দূর্লভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হারুন অর রশিদ, শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো. তৌহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যরা।এসময় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. তোজাম্মেল হক, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম জুয়েলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, ইমাম ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী ব্যাক্তিদের সহায়ক উপকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের স্মার্ট কার্ড, আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা ও ডিজিটাল উপায়ে ভাতাভোগী ৬ হাজার ৯২০ জনের মাঝে ১৪ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৬’শ টাকা বিতরণ করা হয়।