জাবিতে ছাত্রলীগকর্মীদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষে অন্তত আহত অর্ধশতাধিক ।

Loading

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী হল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী
আহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এলাকায় দু’হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

হল দুটির ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এসময় পিস্তল, রামদা, হকিস্টিক, রড সহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এতে
দু’গ্রপের মধ্যে অন্তত ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা এলাকায় মিষ্টি খাওয়া নিয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হল দুটির ছাত্রলীগ কর্মী ও
সাধারণ শিক্ষার্থীরা বটতলায় একত্র হলে সংঘর্ষে শুরু হয়। সংঘর্ষে এসময় আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রক্টর
ছাত্রসহ আহত হয় শতাধিক।

দুপুর চারটায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের
এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’হলের
শিক্ষার্থীদের অবস্থানে উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।