ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের জড়িমানা ও কারাদণ্ড।

Loading

ধামরাই উপজেলায় বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নদী পাড়ের আবাদি জমি নদী গর্ভে বিলীন হওয়ার অভিযোগেে ভ্রাম্যমান আদালত এর অভিযানে বালু উত্তোলন কালে১ জনকে কারাদণ্ড ও অপরজনকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা) জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

এ’সময় ৪টি অবৈধ ড্রেজার মেশিন সহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্লাস্টিকেের পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
গত ২৩শে ‘মে ২০১৯ রোজ- বৃহষ্পতি বার বিকালে ধামরাই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বংশী নদীর তীরে উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার।উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অবৈধ ভাবে বালু উত্তোলন কালে বালিয়া ইউনিয়নের বনেরচর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৫) কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও চৌহাটের তোতা মিয়াকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জড়িমানা করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার।