ঢাকার ধামরাই উপজেলায় সোমবার বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ধামরাই শাখার উদ্যোগে ৫(পাঁচ) মাসের বকেয়া বেতন ভাতা, ৫(পাঁচ) মাসের থানা হাজিরা, ২০১৭-২০১৮ ঈদুল আযহার সরকারি অংশের বোনাস, বৈশাখী উৎসব ভাতা এবং উপজেলা নির্বাচনী ভাতার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত।পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
ধামরাই উপজেলা কার্যালয়ের সামনে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করের তারা।
এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.এম লাল মিয়া, সদর সাধারন সম্পাদক মো: মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রুস্তম আলি উপস্থিত ছিলেন।
ধামরাই উপজেলা শাখার সভাপতি এম এম লাল মিয়া জানান, ৫(পাঁচ) মাসের বকেয়া বেতন ভাতা, ৫(পাঁচ) মাসের থানা হাজিরা,
২০১৭-২০১৮ ঈদুল আযহার সরকারি অংশের বোনাস, বৈশাখী উৎসব ভাতা এবং উপজেলা নির্বাচনী ভাতা পাইনি। তিনি আরও জানান, বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে সামান্য এই বেতনে তাদের সাংসারিক খরচ চলে না। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবন চালাতে হচ্ছে।বকেয়া বেতন দিলে তারা পরিবার নিয়ে সুখে শান্তিতে চলতে পারবেন বলে জানান তিনি।
এ সময়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, এ বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা নিব।