মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু

Loading

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:বৃহস্প্রতিবার রাতে শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের রিয়াজ জোয়াদ্দার (১০) নামে এক স্কুল ছাত্রের বিষাক্ত সাপের কামড়ে করুণ মৃত্যু হয়েছে।

সে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও মদনপুর গ্রামের মিজানুর রহমান জোয়াদ্দার এর পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রিয়াজের বাড়ি মদনপুর গ্রামে হলেও সে নানা বাড়ি হোগলডাঙ্গা গ্রামে থেকে লেখা-পড়া করত। বৃহস্পতিবার সে যথারীতি স্কুলে ক্লাসও করেছে এবং সন্ধ্যার পর পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় রিয়াজের বাম হাতে সাপে কামড় দিলে সে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। পরে পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে হাতে সাপের কামড়ের চিহ্ন ও সাপটি দেখতে পায়।

ঘটনার পরপরই স্কুল ছাত্র রিয়াজকে বাঁচানোর জন্য প্রাথমিক পর্যায়ে ওঝা-কবিরাজ এবং পরে তাকে চিকিৎসার জন্য চিকিৎসকের নিয়ে যাওয়া হলেও কাল সাপের কবল থেকে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এঘটনায় গোটা পরিবারসহ এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।