মান্দায় ভূমি সেবা সপ্তাহ পালন

Loading

নওগাঁর মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৯.৩০ দিকে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসানসহ র্যালীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন,প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম, কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন ,মান্দা থানা আদশ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত , শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান,প্রসাদপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম এবং উপজেলার অনান্য কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।

দিবসটিকে সামনে রেখে ভূমি সংক্রান্ত সেবা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে ৩ টি ষ্টল বসানো হয়েছে। এসব ষ্টলে ভূমি সংক্রান্ত লিফলেট ও যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে।