সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর
আপস. শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের সাথে যৌথ সভায় বসলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের এই যৌথসভার শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি শেখ হাসিনা। আপস.
তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাঠ অস্থিতিশীল করার চেষ্টা করেও বিএনপি কিছুই করতে পারে নি জানিয়ে শেখ হাসিনা বলেন- তাদের উচিত সংসদে এসে গণতন্ত্র রক্ষা করা।
দোষী সাব্যস্ত হওয়া পলাতক আসামীকে দলীয় প্রধান করা, মনোনয়ন বাণিজ্যসহ নানা কারণেই ভোটের মাঠে বিএনপি ও ঐক্যফ্রণ্ট প্রত্যাখাত হয়েছে বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা।
মানুষের জন্য কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে । তিনি বলেন, অন্যদিকে দলকে আরও শক্তিশালী করতে হবে।
যে কোনও দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে হবে দলের নেতাকর্মীদের। দেশের মানুষ সরকার থেকে যেভাবে সেবা পাচ্ছে সেভাবে দল থেকেও যেন সেবা পায়, তৃণমূল নেতাকর্মীদের এটা দায়িত্ব ভেবে নিতে হবে।
আপনাদের মনে রাখতে হবে জনগণ কিন্তু আওয়ামী লীগের ওপর আশা করে থাকে। কারণ, তারা জানে আওয়ামী লীগ সরকারে থাকুক আর বিরোধী দলেই থাকুক, তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়।