যশোরের ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Loading

যশোর জধন ৬ ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে বাঘারপাড়া ও শংকরপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিল সহ সরোয়ার (৫৫)ও শাহানুর রহমান রবি(৪৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক সরোয়ার বাঘারপাড়া থানার বোয়ালিয়া এলাকার বাসিন্দা তাকে ৩৩ বোতল ফেনসিডিল সহ আটক করেন এবং শাহানুর রহমান রবি যশোর কতোয়ালী থানার শংকরপুর এলাকার বাসিন্দা তাকে ১৫২ বোতল ফেনসিডিল সহ আটক করেন।

এ সময় আটকদের কাছ থেকে ২টি মোবাইল,৪টি সিম কার্ড ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করেন।

যশোর জধন ৬ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ সুরাত আলম জানান.গোপন সংবাদে জানতে পারি যশোরের বাঘারপাড়া বোয়ালিয়া বাজার এলাকায় সরোয়ার নামে এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত ফেনসিডিল এর ব্যবসা করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে জধন এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল সহ সরোয়ার কে হাতেনাতে আটক করা হয়।

অপর দিকে যশোর শংকরপুর এলাকার শাহানুর রহমান রবি নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১৫২ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।