রাজধানীতে এসপির বাসা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

Loading

রাজধানীতে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনে নিজের অস্ত্র দিয়ে গুলি করে মেহেদী হাসান (২২) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রমনা থানার উপ পরিদর্শক (এসআই) আ. ছালাম জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঢাকা জেলার এসপির বাসভবন থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তার থুতনি দিয়ে গুলি ঢুকেছে। ধারণা করা হচ্ছে, নিজের সঙ্গে থাকা সরকারি অস্ত্র দিয়েই গুলি করে আত্মহত্যা করেছে সে। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

পুলিশ কর্মকর্তারা জানান, মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহেলা গ্রামে। বাবার নাম আব্দুল হানিফ। তার কনস্টেবল নম্বর ১৩২৫।

ঢাকা জেলা পুলিশে কর্মরত সে। থাকতো মিলব্যারাকে।