শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন গ্রেফতার ।

Loading

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ এলাকা থেকে ১০১০ ফিস ইয়াবা সহ এব ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২১/০২/২০১৯ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোনামসজিদ এলাকাস্থ রংধনু পার্কের ২০০ গজ দক্ষিণ পার্শ্বে জনৈক একবর মাষ্টারের আম বাগানের মধ্যে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত্রী আনুমানিক ১৮:৪৫ ঘটিকায় সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাহাবুর রহমান @ ভুট্টু (৩২), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-সোনামসজিদ (পিরোজপুর), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে (ক) নিষিদ্ধ সর্বনাশা ইয়াবা ট্যাবলেট ১০১০ পিছ ইয়াবা (মূল্য অনুঃ ৩,০৩,০০০/-টাকা), (খ) মোবাইল ফোন-০২টি, (গ) সিম কার্ড-০২টি সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।