শনিবার (০১ ডিসেম্বর) সকালে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে পোশাক শ্রমিক লাবনী আক্তার রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় পুরো ঘর ও পাশের একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই লাবনী, তার আট বছরের সন্তান, স্বামী ও তাদের প্রতিবেশী দগ্ধ হন।ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার হুমায়ন কবির বলেন, গ্যাস সিলিন্ডারের গোঁড়ার নাট দিয়ে গ্যাস বের হচ্ছিল। সারারাত লিকেজ থেকে গ্যাস বের হয়ে সারা ঘরে গ্যাস ছড়িয়ে যায়। সকালে রান্না করার সময় আগুন লাগে।