সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় দোয়া ও তবারক বিতরণ ( ভিডিও)
বিপ্লব, সাভারঃ সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় চেয়ারম্যান ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার ৯নং ওয়ার্ড, ঝাউচর হাজী এনায়েত আলী জামে মসজিদে, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জনাব ফখরুল আলম সমর এর আশু রোগ মুক্তি কামনায় , সাংবাদিক মোঃ ওমর ফারুকের নিজ উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৬ই আগস্ট জুম্মার নামাজের শেষে ঝাউচর হাজী এনায়েত আলী জামে মসজিদে এই দোয়া ও তবারক বিতরণ করা হয় ।
দোয়া ও তবারক বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন, হাজী এনায়েত আলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ নাঈম মসজিদের সেক্রেটারি কবির হোসেন ও হাজী ইদ্রিস আলী সহ আরো অনেকেই ।