১০ ডিসেম্বর জামায়াত বিএনপি’র মিথ্যাচারের প্রতিবাদে-সাভারে জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত (ভিডিও)

Loading

স্টাফ রিপোর্ট: আগামী ১০ই ডিসেম্বর জামাত বি’এনপির সভাকে লক্ষ্য করে, সাভারে ১০ ডিসেম্বর জনসভাকে সফল করার লক্ষ্যে, প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ই ডিসেম্বর বিকেলে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ৮ নং আওয়ামী লীগে উদ্যোগে, শ্যামপুর বাজারে এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

এ সময় বক্তারা আগামী ১০ই ডিসেম্বর জামায়েত বিএনপির সভার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তারই প্রতিবাদে সাভারে আগামী ১০ ডিসেম্বর বিশাল জনসভাকে একত্রিত হয়ে সফল করার জন্য,সকলকে আহব্বান জানান।

এ সময় জামাত বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা ।

প্রস্তুতি সভা চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, সাবেক মেম্বার সাত্তার সহ স্থানীয় এলাকার সকল গণ ব্যক্তিবর্গ ও ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতা কর্মী । অনুষ্ঠান শেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয় ।