সংসদ নির্বাচনে দায়িত্বপালনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সেনাবাহিনী। ঢাকা, চট্টগ্রাম, নাটোর ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় তাদের টহল দিতে দেখা যায়।
ঢাকা: সোমবার আজ সকালে ঢাকা ২ ও ঢাকা ১৯ এর ভিবিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
চট্টগ্রাম: সোমবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের কলেজ রোডসহ বিভিন্ন সংসদীয় এলাকায় টহল দেন সেনাবাহিনীর সদস্যরা। ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।
নাটোর: বগুড়ার মাঝিড়া সেনানিবাস থেকে ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সদস্যরা নাটোরের টেক্সটাইল ইনস্টিটিউটে অবস্থান করছেন। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় টহল দেন তারা।
এছাড়া, চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় টহল দেন সেনাবাহিনীর সদস্যরা।