প্রচ্ছদ অন্যান্য জাতীয় স্বাধীনতা দিবসে বিএসএফের জন্য বিজিবির মিষ্টি

স্বাধীনতা দিবসে বিএসএফের জন্য বিজিবির মিষ্টি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করছে ১৪ বিজিবি ব্যাটালিয়ন।আজ মঙ্গলবার দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ’র রায়গঞ্জ সেক্টর এবং অধীনস্থ আরাদপুর ও পতিরাম ব্যাটালিয়নসহ কোম্পানী,ক্যাম্পকে শুভেচ্ছাস্বরুপ মিষ্টি প্রদান করা হয়েছে।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো.জাহিদ হাসান জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমরা বাংলা নববর্ষ, জাতীয় দিবস, ঈদ এবং ভারতের স্বাধীনতা দিবসে মিষ্টি বিতরণ করে থাকি। এরই অংশ হিসেবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএফএফ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

আমরা মনে করি এর মাধ্যমে দুই দেশের পারস্পারিক সম্পর্ক আরও জোরদার হবে।