সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবির) আবাসন খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন পাঁচটি হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উপাচার্য বলেন,“ শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের দিকে বিশ্ববিদ্যালয় নবযাত্রা শুরু করেছে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন এবং দেশের উচ্চশিক্ষার চাহিদার বিপরীতে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করার লক্ষ্যে ৫টি আবাসিক হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রেসে বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ পূর্বপ্রান্তে ছাত্রীদের দু’টি এবং দক্ষিণ-পশ্চিম প্রান্তে ছাত্রদের তিনটি আবাসিক হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ১০তলা বিশিষ্ট প্রতিটি হলে এক হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে এসব হলের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, হলপ্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিসার, কর্মচারি এবং ছাত্র- ছাত্রীগণ উপস্থিত ছিলেন।