ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে দোকান ঘরে অগ্নিকান্ড ।
সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
০৩/০৯/২০১৯ইং তারিখ সোমবার দিবাগত রাতে তালুকদার বাড়ির আবু সাইদ তার মুদি দোকানটি বন্ধ করে দোকানের পিছনে বাড়ির ভিতরে যায়। কিছুক্ষণ পরেই রাস্তা থেকে কে যেন আগুন আগুন বলে চিৎকার করছে। মুহুর্তেই বাড়ির ভিতর থেকে ছুটে যায় দোকানদার সাইদ ও তার পরিবারের লোকজন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে যায়। চোখের সামনেই দাউ দাউ করে জ্বলতে থাকে সাইদের দোকান ঘরটি।
ঝালকাঠি থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। কিন্তু দমকলের গাড়ির জন্য বাধা হয়ে দাড়ায় গাবখান নদীর তীর ঘেষে যাওয়া ঝালকাঠি থেকে শেখেরহাট যাওয়ার সড়কটি।
রাস্তাটির অনেক অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কতৃপক্ষ যেন নিধিরাম সর্দার। সড়কটির উপর দিয়ে ঝুকি নিয়ে ধীর গতিতে ফায়ার সার্ভিসের গাড়ীটি শিরযুগ পৌছাতে সময় লেগে যায় স্বাভাবিকের তুলনায় ২ গুনের বেশি। ততক্ষণে সাইদ ষ্টোর পুরে সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়। সাইদ বলেন, আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হইছে। সাইদের উপার্জনের শেষ সম্বল টুকু কেড়ে নিল আগুন।আমি নিঃস্ব অসহায় বলে তিনি মনে করেন।
ফায়ার সার্ভিস জানান আগুনের সূত্রপাত কোথা থেকে বা কিভাবে তা এখনো জানা যায়নি।