পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। শনিবার শহরের কালিবাড়ি বাজারে এ আদালত পরিচালনা হয়।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের নেতৃত্বে কালিবাড়ি বাজারে ভ্রম্যামান আদালত পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত, এলএ, ট্রেজারি শাখা) তরিকুল ইসলাম, জেলার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়, মূল্যতালিকা বিহীন পন্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে পরিমাণা প্রদান করা হয়। রমজানের পবিত্রতা রক্ষায় ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।