ঢাকা আরিচা মহাসড়ক হেমায়েতপুরে কৃত্রিম যানযট, বিভুর ঘুমে টি,আই আবেদ।

স্টাফরিপোটার সাভার ঃ আসন্ন কুরববানী ঈদকে সামনে রেখে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরে কৃত্রিম যানজট সৃষ্টিকরে দায়ীত্ব প্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা টি,আই আবেদ খান যখন বিভূর ঘুমে, ঠিক তখনই চরম ভোগান্তিতে পরেন যাত্রিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানী পরিবহনের মিনি বাস গুলো হেমায়েতপুর ঢাকা আরিচা মহাসড়কের উপরে সারিবদ্ধ ভাবে লাইন করে দারিয়ে থাকতে দেখা গেছে।

এব্যপারে বাসের এক ড্রাইভারের কাছে জানতে চাইলে, তিনি ক্যামেরার সামনে কথা না বলার সর্থে বলেন, এ ব্যপারে আমরা কিছু জানিনা আমাদের মালিক পক্ষের লোক টি,আই আবেদ স্যারের সাথে কথা বলেছে। আপনারা কিছু জানতে চাইলে স্যারের কাছে জান।

মহাসড়কের উপরে এভাবে সারিবদ্ধ ভাবে একই কোম্পানীর রাজধানী সুপার সার্ভিরে গাড়ি লাইন করে দাগিয়ে থেকে যানযট সৃষ্টির ব্যাপারে হেমায়েতপুর ট্রাফিক পুলিশে পরিদর্শক টি,আই আবেদ খানের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কেনো কথা না বলে পুলিশ বক্স থেকে উঠে বের হয়ে চলে যান।

এ ব্যপারে স্থানীরা বলেন, পুলিশ তাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মহাসড়কের উপর তাদের সারিবদ্ধ গাড়ি রাখার সুবিধা দিয়ে লাইন করে এক এক করে প্রতিটি গাড়িতে যাত্রী উঠানোর সুযোগ তৈরী করে দিচ্ছে। এর ফলে মহাসড়কের চলাচলরত অন্যান্য শত শত গাড়ি গুলি এই কৃত্রিম যানযটে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। এসময় বাসের যাত্রীরা চরম ভোগান্তি স্বিকার হয় বলে জানান তারা।