ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটিতে তাকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন সারা দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না দেশের অহসায় ও দুস্থদের মাঝে সরকার বিনামুল্যে ঘর নির্মাণ করে দেবে ইতি মধ্যে দেশের ৬৪টি জেলায় ৬৪ হাজার ঘর নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানে এখন শীত চলছে ত্রাণ মন্ত্রণালয় থেকে সারা দেশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠা চেয়ারম্যান মকবুল আহমেদ,ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান আহসানুল হক টিটুসহ আরো অনেকে।