ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার অর্জুনালাই মাঠে অনুষ্ঠিত হয়েছে।গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ ।

গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বাইসাকান্দা ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন প্রমুখ ।

এর আগে দুপুরে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধন করেন।

সভাশেষে কাদের মোল্লাকে সভাপতি এবং আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু ।

প্রধান অতিথি বলেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিলেন। ক্ষমতায় থাকার সময়ে সচিবালয়ের ফাইল প্রথমে হাওয়া ভবনে যেত। সেখান থেকে তারেক রহমান দেখার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হত। এতে দেশের কোন উন্নয়ন সাধিত হয়নি। অন্যদিকে, শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করেছেন। বাংলাদেশকে দারিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। যার কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে।