উপজেলার শ্রীপুর,শ্রীকোল ও আমলসার এ তিনটি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য,কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি,সম্পাদক ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সম্পাদক, গ্রাম পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব ।
এস,আই হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান,শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,প্রধান শিক্ষক হাফিজুর রহমান,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বদিয়ার রহমান মন্ডল ও মনিরুল ইসলাম মন্নুসহ আরোও অনেকে। অনুষ্ঠানে পুলিশিংয়ের কর্মকান্ড, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, গ্রাম্য সংঘর্ষ, কিশোর অপরাধ, মোবাইলের অপব্যবহার, সন্ত্রাস, ফেসবুকের গুজব ছড়ানো, সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়–য়া ছেলেদের দোকানপাট ও পার্কে আড্ডাসহ থানা পুলিশের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুয়ের সুবিধা-অসুবিধা বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয় । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের ব্যক্তিগত ও সামগ্রিক অভিযোগ, সমস্যা ও পুলিশের জবাব দিহিতামূলক বিভিন্ন প্রশ্ন অতিথিবৃন্দের সম্মুখে উপস্থাপন করেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব উপস্থিত ব্যক্তিবর্গের অভিযোগ ও সমস্যাগুলি নোটভূক্ত করেন এবং অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিকারের উপায়ও ব্যক্ত করেন ।