মাগুরার শ্রীপুরে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা খাদ্য গুদামে গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষকদের নিকট থেকে সরাসরি আমন মৌসূমের ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ।শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তানজিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য ও কৃষক সিরাজুল ইসলাম টোকন, ধান প্রদানকারী কৃষক তালেব আলী বিশ্বাস ও আবুল হোসেন মোল্লা । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,চলতি অর্থ-বছরে উপজেলার পাঁচ হাজার একশত ত্রিশ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে এগার শত চার জন প্রান্তিক,ক্ষুদ্র,মাঝারি ও বড় ধরণের কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে বারো হাজার আটচল্লিশ মেঃটন ধান সংগ্রহ করা হবে। প্রতি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এক মেঃটন এবং মাঝারি ও বড় ধরণের কৃষকগণ দুই মেঃটন হারে সংশ্লিষ্ট উপজেলা খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারবে। এ অভিযান ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত চলমান থাকবে ।