মান্দায় মাছ চাষিকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

Loading

নগর প্রতিনিধি :নওগাঁর মান্দায় দেবদুলাল প্রামানিক (৩৯) নামে এক মাছ চাষিকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।আহত দেবদুলাল প্রামানিক বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত পূর্ণ চন্দ্র প্রামানিকের ছেলে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় হামলা ও ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন দেবদুলাল প্রামানিক জানান, ‘আমি পেশায় একজন মাছ চাষি। শনিবার সকালে সাবাই বাজারের একটি আড়তে ৫৫ হাজার টাকার মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলাম। পথে চৌদ্দমাইল মোড়ে পৌঁছলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কটকতৈল গ্রামের রফিকুল ইসলাম, মিলন হোসেন, বিকাশ চন্দ্রসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের সংঘবদ্ধ একটি দল আমার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। তাদের উপর্যুপরি মারপিটে আমি গুরুতর জখমপ্রাপ্ত হই।’

তিনি আরও বলেন, এসময় আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে দেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মাছ বিক্রির সমুদয় টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। এজাহার পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #