প্রচ্ছদঅপরাধরাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরহীর মৃত্যু
রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরহীর মৃত্যু
হুমায়ুন কবির, রানীশংকৈল( ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল নেকমরদ হাট যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রমতে ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় উপজেলার নেকমরদ বাংলাগড় সড়কে ঘনেষ্যামপুর ডাঙ্গীপাড়া এলাকায় নেকমরদ বাজার যাওয়ার পথে আয়েশ আলীর বাইসাইকেলকে নেকমরদ থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত আয়েস আলী (৪২) উপজেলার ভাংবাড়ী মোড়লহাট গ্রামের শাম মোহাম্মদের ছেলে। রানীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি ( ঢাকা মেট্রো- ট -১৬৫২৮১) থানায় আটক করা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোক নিয়ে গেছে এবং এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।