সুন্দরগঞ্জে কাঠেরব্রিজ নির্মাণের উদ্বোধন ।

Loading

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের রামডাকুয়া মৌজা দিয়ে প্রবাহিত তিস্তার শাখা নদীর উপর কাঠেরব্রিজ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। ব্রীজটি নির্মাণ হলে আসন্ন বর্ষায় সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলার যোগাযোগ রক্ষা সম্ভব হবে।

এ উপলক্ষে সোমবার উক্ত শাখা নদীপাড়ে বেলকা ইউপির সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদারের সভাপতিত্বে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ- আল- মামুন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ্, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক- রেজাউল আলম রেজা, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান। বেলকা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাঠের ব্রীজ নির্মাণের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সুধীজন।

স্বাধীনতা পরবর্তী ৪৮ বছরেও উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণ না করায় বেলকা ইউনিয়নের, পঞ্চানন, কিশামত সদর, বেলকা নবাবগঞ্জ, তালুক বেলকা, বেকরির চর, রামডাকুয়া জিগাবাড়ীর চর, রহমতের চর, বিরোহীমের চর, লাটশালার চর, হরিপুর, কাশিম বাজার, কুড়িগ্রাম জেলা সদর ও জেলার উলিপুর, চিলমারি, রাজিবপুর, রৌমারী, ফুলবাড়ীর বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সঙ্গে প্রত্যহ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, হাট-বাজারসহ নানাবিধ প্রয়োজনে হাজার হাজার মানুষ চরম বিড়ম্বনায় ভুগছেন।

বর্ষাকালে জনগুরুত্বপূর্ণ তথা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগ রক্ষার্থে এসব মানুষের দূর্ভোগ লাঘবে খেঁয়ার পরিবর্তে স্থানিয়ভাবে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এলাকাবাসি।