আশুলিয়ায় চাকুরীতে পুনর্বহালের দাবিতে পোশাক শ্রমিকদের অনশন

Loading

আশুলিয়ায় চাকুরীতে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচী পালন করেছে ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক এলাকায় অবস্থতি কারখানাটির মূল ফটকের সামনে এ অনশন কর্মসূচী পালন করেছে তারা।

অনশন কর্মসূচীতে অংশ নেয়া শ্রমিকরা জানায়, গত ১৮ মার্চ ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড কারখানার এপিএম জহিরুল এক নারী শ্রমিককে যৌন হয়রানি করেন। এঘটনায় কর্মরত শ্রমিকরা ওই কর্মকর্তার বিচার দাবি করলে গত ৯ এপ্রিল একযোগে ১৭ জন শ্রমিককে ছাঁটাই করে দেন কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে দফায় দফায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ দিয়ে তাদের ভয় ভীতি দেখনো হয়। তাই তারা উপায় না পেয়ে আমরন অনশনে বসেছেন।

ছাটাইকৃত শ্রমিক বিউটি আক্তার বলেন, আমাদের এক সহকর্মীকে যৌন হয়রানি করায় বিচার দাবি করায় কর্তৃপক্ষ অন্যায়ভাবে ১৭ জন শ্রমিককে ছাটাই করে দেয়। তাই আমরা ওই কর্মকর্তার বিচার এবং চাকুরীতে পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচী হাতে নিয়েছি।

বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সারোয়ার হোসেন বলেন, পোশাক শ্রমিকদের অনশনের ঘটনায় আমরা শিল্প এলাকায় বিভিন্ন শ্রমিক সংঠগনের নেতাকর্মীরা মালিক পক্ষের সাথে বিয়টি নিয়ে আলোচনা করেছি।

তবে মালিকপক্ষ তাদের সিদ্ধান্তে অনর রয়েছেন। ইতিমধ্যে কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পরায় আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি।