আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

Loading

জাহিন সিংহ, সাভার : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে।

বুধবার দুপুরে আশুলিয়ায় নরসিংহপুরের সোনিয়া মার্কেট সংলগ্ন এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেডের সামনে এই বিক্ষোভ করেন শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকরা জানায়, করোনা ভাইরাসের কারণ দেখিয়ে গত ৩১ মার্চ নোটিশ টানিয়ে ৩১ মে পর্যন্ত কারখানায় লে-অফ ঘোষণা করা হয়। গত মার্চ মাসের ২৪ ও ২৫ তারিখে ওই মাসের বেতনের অর্ধেক টাকা পরিশোধ করা হয়। বেতনের বাকি টাকা পরিশোধ ও কারখানা খুলে দিতে বিক্ষোভে নামে তারা।

এর আগেও একই দাবিতে একই কারখানায় আরো দফায় দফায় বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। মালিকপক্ষে বিরুদ্ধে আন্দোলন করায় তাদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ আনোদলনকারী শ্রমিকদের।

এব্যাপারে আদিয়াত অ্যাপারেলস লিমিটেডের এমডি তামিম আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ঈদের আগে এধরনের সিদ্ধান্ত শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। কারখানা খুলে দেওয়া ও ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তিনি।