ইবি উপাচার্যের হঠাৎ আবাসিক হল পরির্দশন .

Loading

ইবি, প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী হঠাৎ করেই আবাসিক হল পরিদর্শন করেছেন।আজ ২১ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাদ্দাম হোসেন হলের বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন।এসময় আবাসিক শিক্ষার্থীরা হলের বিভিন্ন সমস্যার কথা উপাচার্যের কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘ দিনে হলের ডাইনিংয়ের খাবার, রিডিং রুম, টয়লেট, ওয়াশরুম গুলোতে অপরিচ্ছন্নতার বিষয়ে হল কতৃপক্ষের কাছে জানানো হলেও অধিকাংশ সমস্যা গুলো অসমাধান যোগ্য পড়ে থাকে।

শুধু এ সমস্যাই নয় হলে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। উপাচার্য সরেজমিনে হলের রুম, ডাইনিং, রিডিং রুম, টয়লেট, ওয়াশরুম, ফুলের বাগান, ছাদে পানির ট্যাংক পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের দেয়া অভিযোগ গুলো আমলে নিয়ে হল কতৃপক্ষ এবং প্রকৌশল অফিসকে খুবই দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, প্রধান প্রকৌশলী ( ভারপ্রাপ্ত) অালিমুজ্জান টুটুল, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, ও আবাসিক শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।