এই প্রথমবারের মতো নজিরবিহীন সফলতার দৃষ্টান্ত সৃষ্টি করলেন মানিকগঞ্জের সিংগাইর থানা ।

Loading

বিপ্লবঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সকল অফিসার ফোর্স পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সিংগাইর থানায় এক নজিরবিহীন সফলতার দৃষ্টান্ত সৃষ্টি করলেন।

গত ১ মাসে সিংগাইর থানায় রুজুকৃত নিয়মিত মামলা-৩২টি,মামলা নিষ্পত্তি-৩৬টি, যাহা মামলার রুজু হইতে নিষ্পত্তি ৪টির ও বেশি,বর্তমানে থানায় তদন্তাধীণ মামলার সংখ্যা ৮টি, যাহা পূর্বে এ ধরনের কোন রেকর্ড নেই।

মামলা রুজুকৃত অপমৃত্যু মামলার সংখ্যা ০৬টি, যাহা নিষ্পত্তি ০৮টি, কোন মুলতবি নেই। গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তির সংখ্যা মোট ৫ টি, মাস শেষে মামলার নিষ্পত্তি ৪টি, সাজা পরোয়ানা সহ সর্ব মোট ৪১টি।

এমন ধারাবাহিকতা অব্যহত যদি রাখতে পারেন সিংগাইর থানা তবে অবস্থান অত্র জেলার মধ্য সাফল্যের শীর্ষে থাকবে বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞরা ।

এমন সফলাতার পেছনে যাদের অবদান তাঁরা হলেন-মানিকগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাঃ হাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, জনাব মোহাঃ রেজাউল হক।