এরশাদ নির্বাচন করবেন বললেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার

Loading

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে অংশ নেবেন কিনা, তা নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

এরশাদ ভোটে থাকছেন বলে নিশ্চিত করেছেন মহাসচিব।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এরশাদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে হাওলাদার বলেন, “তিনি তো প্রার্থী হয়েছেন, তিনি এই মুহূর্তে বাসায় আছেন। আমরা সকলে মিলে তার নির্বাচন করছি।
“তার মনোনয়নপত্র জমা হয়েছে, আমরা কাজ করছি। সমস্ত এলাকায় অফিস নেওয়া হয়েছে। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচন প্রস্তুতি চলছে। মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন এবং তিনি সময় সুযোগ মতো মানুষের কাছে যাবেন।”
গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদের অসুস্থতার খবর দেওয়া হয়। বলা হয়, এরশাদ সিএমইতে ভর্তি আছেন, তার হিমোগ্লোবিন কমে গেছে। চিকিৎসা নিতে ২ ডিসেম্বর তার সিঙ্গারপুর যাওয়ার কথাও বলা হয় দলের পক্ষ থেকে।
এর পরদিন রুহুল আমিন হাওলাদার এক সংবাদ সম্মেলনে বলেন, এরশাদের অসুস্থতা ‘তেমন কিছু নয়’। তাকে সিঙ্গাপুর নেওয়ার খবরকে ‘গুজব’ বলেন মহাসচিব।