কালিয়াকৈরে বিডিইউতে “বি‘  ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Loading

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ)বাংলাদেশ এর জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের “বি’ ইউনিটের সমন্বিতি ভর্তি পরীক্ষান ২০২১ সম্পন্ন হয়েছে।

শনিবার গাজীপুর মহানগরীরর ভাওয়াল বদওে আলম সরকারী কলেজ উপকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকালিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ আবেদনকারীদের মধ্য থেকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য

১হাজার ৪০৫ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করেন। তাদের মধ্যে ১হাজার ২৯৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল । পরীক্ষায় উপস্থিতির হার ৯২.২৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম জোয়ার্দার এবং ট্রেজারার ড. মোঃ আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে

সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।