কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটস এর ৪৭তম কোর্স ফর এ্যাসিষ্ট্যান্ট লিডার ট্রেনার (সিএএলটি)শুরু হয়েছে।
আজ(বৃহষ্পতিবার) সকালে মৌচাকে জাতীয় স্কাউট
প্রশিক্ষণ কেন্দ্রে ৭দিন ব্যাপী আয়োজিত প্রশিক্সণ কোর্সটি উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর প্রাক্তন জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ)অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলী।
এউপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোর্স পরিচালক ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার(প্রশিক্ষণ)ড: মিজানুর রহমান মজুমদার, উপপরিচালক(প্রশিক্ষণ) ফারুক আহমদ, অধ্যাপক শাহানারা বেগম এলটি বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন বাংলাদেশ স্কাউটস এর
প্রশিক্ষণ টিমের সদস্য বৃদ্ধি এবং মান সম্মত প্রশিক্ষক তৈরীর লক্ষ্যেই এই কোর্সের
আয়োজন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রশিক্ষন কোর্সে সারাদেশের বিভিন্ন কলেজ, স্কুল ও মুক্ত স্কাউট গ্রপের ৫৮ জন স্কাউট শিক্ষক ও প্রশিক্ষক অংশগ্রহণ করছেন। আগামী ১৬ মার্চ কোর্সটি শেষ হবে।