কুমিল্লা দেবীদ্বারে ২ চিকিৎসক দম্পতিসহ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় জেলার শীর্ষে

Loading

এ আর আহমেদ হোসাইন ,(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায় , ১৭-০৫-২০২০ইং তারিখ দুপুর পর্যন্ত জেলার নতুন আক্রান্ত ১৭জন, মোট আক্রান্ত ২৮২ ও মোট মৃতঃ ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেন মোট-৪৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর মিছিলে দিন-দিন বেড়ে জেলার শীর্ষে দেবীদ্বার।

রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ১ কর্মকর্তাসহ দেবীদ্বার শিশু মাতৃ হসপিটাল’র ২ চিকিৎসক দম্পতি ও পৌর ভানিয়া পাড়া-২ জন মিলিয়ে ওই উপজেলার মোট আক্রান্ত ১০৭ জন। মৃত্যুর সংখ্যা দাড়ায় ৯ জনে।

ওই দিকে জেলার নতুন আক্রান্তদের মধ্যে মহানগর-২, আদর্শ সদর-১, মুরাদনগর-৪, হোমনা-১,তিতাস-১, চান্দিনা-১, দাউদকান্দি-১ জন এবং নতুন করে মৃত্যু বরন করেন আদর্শ সদর -১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন- মুরাদনগর-১, ও জেলার চান্দিনা উপজেলায়-১ জন।