কেরাণীগঞ্জে অটোরিকশা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

Loading

আলতাফ হোসেন অমি :কেরাণীগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অটো রিক্সা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ টি চোরাই মিশুক ও অটোরিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে ১টি সংঘবদ্ধ চক্র অটোরিকশা চুরি করে তা বিভিন্ন গ্যারেজে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওসি (অপারেশন) আশিকুর রহমানের নেতৃত্বে রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু (৫৫), নজরুল ইসলাম (২৫), মো. ফারুক হাসান (৩০)কে গ্রেফতার করা হয়। পরে আসামি বাচ্চুর দেয়া তথ্য অনুসারে কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকার গ্যারেজ থেকে ১১টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। সেসময় আরিফুল (৩০), রিপন শেখ ও দীন ইসলাম নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চোর চক্রটি অসহায় খেটে খাওয়া মানুষের অটো চুরি করে রঙ ও আকার-আকৃতি পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করেন। উদ্ধারকৃত ১১টি অটোরিকশার আনুমানিক মূল্য ছয় লাখ ষাট হাজার টাকা।

অটোরিকশা চোরদের গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে কেরাণীগঞ্জ মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়।