প্রচ্ছদঅপরাধচারঘাটে ৯৩১৫ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ী আটক
চারঘাটে ৯৩১৫ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ী আটক
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর চারঘাটে ৯ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ পশ্চিম সিকদার পাড়া দক্ষিণ হ্নীলা এলাকার ওমর আলীর ছেলে সৈয়দ আলম (৩৯), চারঘাটের বড়বাড়িয়া উত্তরপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী চাঁন বানু (৪২), তার মেয়ে সম্পা খাতুন (২০)।
র্যাব-৫ জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের থেকে ৯ হাজার ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।