জাবিতে জাকসু নির্বাচন দাবি জানিয়ে প্রশাসনকে প্রত্যাখ্যানের হুঁশিয়ারি পাঁচ সংগঠনের ।

Loading

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনে উপাচার্যের দেয়া ঘোষণা নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে পাঁচ সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২৯ জুন) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ এ কথা জানান ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আগামী এক সপ্তাহের মধ্যে জাকসু নির্বাচন কেন্দ্র করে গঠিত প্রস্তুতি কমিটির সহায়তায় নির্বাচনের পরিবেশ সৃষ্টি, গঠনতন্ত্র সংশোধন, ভোটার ও প্রার্থীর যোগ্যতা নির্ধান করে ভোটার তালিকা প্রণয়নের আহব্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘অতিশীঘ্রই উপাচার্যের ঘোষণা কার্যকর করার লক্ষ্যে উল্লেখিত উদ্যোগ গ্রহণ না করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের উপর বিশ্বাস হারিয়ে এই প্রশাসনকে প্রত্যাখ্যান করতে বাধ্য থাকবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘ডাকসু নির্বাচনের মতো কোনো প্রহসন এই বিশ^বিদ্যালয়ে মঞ্চস্থ হতে দেয়া হবে না। তবে দীর্ঘ আন্দোলনের পর প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আমরা আশাবাদী।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের আহŸায়ক শাকিল উজ জামান, যুগ্ম আহŸায়ক জয়নাল আবেদিন, আদিব মুনিম আরিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট (মার্কসবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ, সাধারণ সম্পাদক দীপ্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি নজির আমিন চৌধুরি জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।