জাবিতে জে.ইউ আর্থ সোসাইটির নতুন কমিটি ঘোষণা ।

Loading

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন জে.ইউআর্থ সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অনিমা বাড়ৈ (পরিবেশ বিজ্ঞান, ৪৩ ব্যাচ) ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মাহবুবুর রহমান রিজভী (দর্শন বিভাগ,৪৪ ব্যাচ)।

মঙ্গলবার ( ৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে সংগঠনটির বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান থেকে এই কমিটি ঘোষণা করে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোজাম্মেলল আহমেদ তানভী ও সাধারণ সম্পাদক নয়ন খান।

কমিটিতে অন্যরা হলেন,- সহ সভাপতি সাদিয়া আফরিন, মান্নান আহমেদ, শাহরিয়ার হৃদয়, শফিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন।
যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন নুসরাত, আসমা, নাহিয়ান, সিফাত, রুপক, মাহির।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান মুজিব উৎপল (প্রত্নতত্ত্ব, ৪৬), দপ্তর সম্পাদক খাদিজা আক্তার, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম ফয়সাল, সেমিনার বিষয়ক সম্পাদক সাদিয়া নুর ও গবেষণা বিষয়ক সম্পাদক আহমদউল্লাহ সজলকে দেয়া হয়।
সামগ্রিক ভাবে ৩২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠানকালীন আহ্বায়ক আবু খায়রুল বাশার, সাবেক সভাপতি মাসুদ পারভেজ রুবেল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।