ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার ভূমুহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

Loading

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায়ঝালকাঠিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৩০টি পরিবার ঘর পেয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচি শুভ উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী গৃহিণীদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয় ।

২৩/০১/২০২১ইং তারিখ শনিবার সকালো ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি খান আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলার অন্য তিনটি উপজেলায়ও একই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা।

এছাড়া কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলায় আরও ২৪৪টি ভূমুহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। ঘরগুলো নির্মাণাধীন রয়েছে।