ঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে উঠান বেঠক করেছে দেশবাংলা ফাউন্ডেশন

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে উঠান বেঠক করেছে দেশবাংলা ফাউন্ডেশন।

০২/০২/২০২১ইং তারিখ মঙ্গলবার বিকেলে কিফাইতনগর গাবখান ব্রীজের ঢালে আব্দুস সালামের বাড়িতে এ বৈঠকে অনুষ্ঠান।

দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মরর্তা শিল্পী রানী হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বি এম এস এফ) এর সাধারণ সম্পাদক ও ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে উঠান বেঠক করেছে দেশবাংলা ফাউন্ডেশন, সাধারণ সম্পাদক এবং দেশবাংলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফুল ইসলাম।

উঠান বৈঠকে রিসোর্স পারসন ছিলেন সংস্থার সহকারী পরিচালক আদনান হোসেন, শাহিমা আকতার প্রমূখ।

বৈঠকে বক্তারা নারীর প্রজণন এবং কিশোরী স্বাস্থ্যসেবায় করনীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে অংশগ্রহনকারীদের মাঝে খাবার বড়িসহ বিভিন্ন উপকরন প্রদান করা হয়।

সরকার ও দেশবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী নারীরা।এ

এসময়স্থানীয় নারী ও কিশোরীরা অনুষ্ঠানে অংশ নেয়।