ঝালকাঠি ২২ ফেব্রুয়ারি নেছারাবাদ দরবার শরীফে মাহফিল : প্রস্তুতি সম্পন্ন

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ-মাহফিল-২০২০। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। জেলা জুড়ে এখন সাজ-সাজ রব আর এ নিয়ে
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে মাওলানা গাজী মো. শহিদুল ইসলাম।২০/০২/২০২০ইং তারিখ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে,২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠান উদ্বোধন এবং ২৪ ফেব্রুয়ারি বাদ ফজর সমাপনী বয়ান ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.এর একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহিন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর।উক্ত বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে ভারত সহ বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরামগন অংশ নিয়ে তাশরীফ নিবেন।এ মাহফিলে লক্ষ লক্ষ মেহমান আ’মলী জিন্দেগী গঠনে অংশ নেবেন । সংবাদ সম্মেলনের লিখিতপত্রে আরও জানানো হয়েছে, র্নিমান করা হয়েছে ৫টি প্যান্ডেল। প্রতি প্যান্ডেলে ৫ হাজার মুয়াল্লেম ও দশ হাজার স্বেচ্ছাসেবক মাহফিলের বিভিন্ন দায়িত্ব পালন করবেন। বসানো হয়েছে গ্রামীণ ফোনের শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম, সিসি ক্যামেরা। তিন বেলা খাওয়ার সুব্যবস্থাসহ রয়েছে চিকিৎসাসেবাও। যাতায়াতে মূল সড়ক ছাড়াও তৈরি করা হয়েছে সংযোগ সড়ক।

সব প্রস্তুতি শেষে এখন সাজ-সাজ রব। এ বছর ৫ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।