![]()
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় গত রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বেতার কেন্দ্রের সামনে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সবুজ(৪৫) নামে এক মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সবুজ ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া এলাকার মৃত শাহজাদা দারগার বড় ছেলে এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক নেতা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সামনের সড়কে মহেন্দ্র ট্রাক্টরের পড়ে থাকা গিয়ারওয়েলে স্লীপ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায় মটরসাইকেল আরোহী সবুজ।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় একটি মহেন্দ্র ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

































