ঠাকুরগাঁও,প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলা থেকে ৭০ কিলোমিটর পশ্চিমে হরিপুর উপজেলায় গতকাল বুধুবার সকালে উপজেলা পরিষদ গেটে শতবছরেরপুরাতন ও ঐতিহ্যবাহী হরিপুর জমিদার বাড়ি স¤প্রতি বৃষ্টির পানিতে একাংশ ধসেপড়ে।
এরই দাবিতে রাজ বাড়িটি সংস্কার ও সংরক্ষণের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারণ এক মানববন্ধনকরেন।
এ সময় বক্তারা বলেন, এ রাজ বাড়িটি ঠাকুরগাঁও জেলার মধ্যে অন্যতম একটি ঐতিহ্য বাহী প্রাচীন স্থাপনা। যা জেলায় পুরাতন স্থাপত্যের স্বাক্ষর বহন করে আসছে অদ্যবদি ।
কিন্তু এ রাজ বাড়ীটি দীর্ঘ দিন ধরে সংস্কার না করার কারণে ও স¤প্রতিটানা বর্ষণে রাজ বাড়িটির একাংশ ধসেপড়তে শুরু করেছে। এখনই মেরামত করানা হলে জেলার ঐতিহ্য রক্ষাকরা সম্ভব হবে ।
তাই রাজ বাড়িটির ক্ষায় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বক্তারা ।এছাড়াও হরিপুর উপজেলার প্রাচীর এই ঐতিহ্যবাহী স্থাপত্যের নিদর্শন কে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সুধিসমাজ।